ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং বায়োমেট্রিক প্রদান এবং তা সংগ্রহের প্রক্রিয়া

(ক) মোটরযান মালিকের বায়োমেট্রিক প্রদান প্রক্রিয়া:

মোবাইলের এসএমএস অপশনে গিয়ে NP<space>B<space>Date টাইপ করে 26969 নম্বরে প্রেরণ করতে হবে। যেমন: আপনার পছন্দ অনুযায়ী 11 ফেব্রুয়ারি তারিখের জন্য অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে চাইলে NP B 11 লিখে 26969 নম্বরে প্রেরণ করতে হবে। ফিরতি এসএমএস এ ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট ও বায়োমেট্রিক প্রদানের তারিখ ও সময় প্রাপ্তির পর নিয়োগ কাগজপত্রাদিসহ উপস্থিত থাকতে হবে:

মন্তব্য: প্রতিষ্ঠানের নামে রেজিস্ট্রেশনকৃত মোটরযানের বায়োমেট্রিকের প্রয়োজন নেই।

(খ) ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট গ্রহণ প্রক্রিয়া:

মোটরযান মালিকের মোবাইলে ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট সংগ্রহের জন্য এসএমএস প্রেরণ:

মোবাইলের এসএমএস অপশনে গিয়ে NP<space>C<space>Date টাইপ করে 26969 নম্বরে প্রেরণ করতে হবে। যেমন: আপনার পছন্দ অনুযায়ী 11 ফেব্রুয়ারি তারিখের জন্য অ্যাপয়েন্টমেন্ট করতে চাইলে NP C 11 লিখে 26969 নম্বরে প্রেরণ করতে হবে। ফিরতি মেসেজে উল্লেখিত তারিখ ও সময়ে এসে ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট গ্রহণ করা যাবে। নির্ধারিত তারিখে সার্টিফিকেট গ্রহণ সম্ভব না হলে একই পদ্ধতিতে পুনরায় অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করা যাবে।

উদ্দেশ্য, ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট সংগ্রহ সংক্রান্ত এসএমএস মোবাইলে প্রাপ্তির পরে বিআরটিএ ঢাকা মেট্রো ও চট্টগ্রাম মেট্রো সার্কেল অফিস ব্যতীত অন্যান্য সার্কেল অফিসে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ ছাড়াই ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট সংগ্রহ করা যাবে।

কল সেন্টার (105) অথবা 09610802020 / 09610802021 নম্বরে কল করে সহযোগিতা গ্রহনের জন্য অনুরোধ করা হলো।