তথ্য সংশোধন: 

ড্রাইভিং লাইসেন্সের ভুল সংশোধনের জন্য অবশ্যই বিআরটিএ সার্ভিস পোর্টালে নিবন্ধিত থাকতে হবে। আপনার যদি ইতিপূর্বে বিএসপি পোর্টালে অ্যাকাউন্ট থাকে তাহলে প্রবেশ করুন অপশনে ক্লিক করে লগইন করে নিন। আর যদি একাউন্টে না থাকে তাহলে নিবন্ধন অপশনে ক্লিক আপনার জন্ম তারিখ, NID নম্বর ও মোবাইল নম্বর দিয়ে একাউন্ট তৈরি করে নিন।

যেকোনো  কম্পিউটার বা মোবাইল ফোন থেকে একাউন্ট করার পর ‘প্রবেশ করুন’ অপশনে ক্লিক করে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে Login করে নিন। তাহলে আপনি bsp portal ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে আসবেন। এখন মেনু থেকে ‘ড্রাইভিং লাইসেন্স’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার সামনে অনেক গুলো অপশন চলে আসবে। সেখান থেকে একটু নিচে নামলে ‘ড্রাইভিং লাইসেন্সের তথ্য সংশোধন’ নামে একটি অপশন পেয়ে যাবেন। সেটিতে ক্লিক করুন।